Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুরস্কার এবং সম্মাননা অর্জন
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসে অনবদ্য ভূমিকা পালন করায় বাংলাদেশকে মর্যাদাপূর্ন “দ্য গ্লোবাল হেলথ অ্যান্ড চিলড্রেন্স অ্যাওআর্ড” প্রদান করা হয়। ২০১১ সালে ২০ সেপ্টেম্বর নিউইয়র্ক  এস্টোরিয়া ওয়ার্ল্ড হোটেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

  • আইসিটির উন্নয়ন এবং “ডিজিটাল বাংলাদেশ” কর্মসূচি প্রনয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদানে এবং অনন্য সাধারন অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্য প্রযুক্তির প্রধানসংগঠন এশিয়া-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন কর্তৃক প্রবর্তিত ‘ASOCIO Award-2010’ –এ ভূষিত করা হয়।   

 

  • ডিজিটাল সিস্টেম ও শিক্ষার সম্প্রসারনে আবদান রাখার স্বীকৃতিস্বরূপ   মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ সাউথ কঅপারেশন ভিশনারি অ্যাওআর্ড ২০১৪ সালে প্রদান করা হয়। ২০১৪ সালের ২১ শে নভম্বর ওয়াশিংটনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে  মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক  উপদেষ্টা সজীব ওআজেদ পুরস্কার গ্রহণ করেন।

 

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যাবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন ও জীবন মানের উন্নয়নের ভূমিকা রাখায় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে ICT Sustainable Development Award, Global ICT Exelence Award, ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশান সোসাইটি (WSIS) অ্যাওয়ার্ড , আইসিটি ফর ডেবেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬, আসিসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬ প্রধান করা হয়।

 

  • গভর্নিং প্রসেসকে ডিজিটাইজ করার জন্য Asian-Oceanian Computing Industry Organization(ASOCIO) তথ্য ও প্রযুক্তি বিভাগকে ASOCIO 16 Digital Government Award প্রধান করে।

 

  • আইসিটি এডুকেশন এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে WITSA Award 17 প্রধান করা হয়।